| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ ইউক্রেন পুনর্গঠনে ১৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক


ইউক্রেন পুনর্গঠনে ১৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক


আন্তর্জাতিক ডেস্ক     01 July, 2023     11:11 AM    


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠনের জন্য ১৫০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

শুক্রবার (৩০ জুন)  এতথ্য জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইহাল বলেন, জাপান সরকারের কাছ থেকে গ্যারান্টির ভিত্তিতে এ তহবিল দেওয়া হবে এবং রাশিয়ার আগ্রাসন কবলিত ইউক্রেইনের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসাবে তা কাজে লাগানো হবে। বিশেষত, এই ঋণ দেশের অভ্যন্তরে উদ্বাস্তু হওয়া মানুষদের জন্য ভর্তুকি এবং পেনশন দেওয়ার জন্য সহায়ক হবে।

ইউক্রেন তাদের বাজেট ঘাটতি মেটাতে বিদেশি অংশীদারদের ওপর নির্ভর করে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বোর্ড ইউক্রেইনের ঋণ পুনপর্যালোচনা সম্পন্ন করায় কিইভ অবিলম্বে বাজেটের জন্য ৮৯ কোটি ডলার তোলার সুযোগ পেয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ২০২২ সালে অর্থনীতি প্রায় এক-তৃতীয়াংশ সংকুচিত হওয়ার পর কিইভ সরকার এবছর মাঝারি ধরনের অর্থনৈতিক পুনর্গঠন আশা করছে এবং দ্রুত পুনর্গঠনের জন্য আর্থিক নিশ্চয়তা পেতে বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। ইউক্রেন স্কুল, হাসপাতাল, রাস্তা, সেতু পুনর্গঠন করছে এবং দেশের দক্ষিণ ও পূর্বে চলমান লড়াইয়ের মধ্যেও জ্বালানি খাতে মেরামতির কাজ করছে।